Site icon Jamuna Television

বাংলা ব্লকেডে দেশের যেসব এলাকা ও মহাসড়ক আওতাভুক্ত থাকবে

ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আজ বুধবার (১০ জুলাই) সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ সারাদেশের যেসব মহাসড়ক ও রেলপথ এ ব্লকেডের আওতাভুক্ত থাকবে সেটি জানিয়েছেন।

ঢাকার ভিতরে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির আওতাভুক্ত থাকবে

শাহবাগ

কারওয়ানবাজার

ইন্টারকন্টিনেন্টাল মোড়

ফার্মগেট

চানখারপুল মোড়

চানখারপুল ফ্লাইওভারে ওঠার মোড়

বঙ্গবাজার

শিক্ষা চত্বর

মৎস্য ভবন

জিপিও

গুলিস্তান

সায়েন্সল্যাব

নীলক্ষেত

রামপুরা ব্রিজ

মহাখালী

বাংলামোটর

আগারগাঁও

ঢাকার বাইরে

রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী কলেজ)

সিলেট-সুনামগঞ্জ রোড (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)

বটতলা চত্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়)

ময়মনসিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)

রংপুর মডার্ণ মোড় (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)

দেওয়ান হাট (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ)

খুলনা, নতুন রাস্তা, দৌলতপুর (জাতীয় বিশ্ববিদ্যালয়, খুলনা)

গাজীপুর (আওয়ালে বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর)

নোয়াখালী প্রেসক্লাব (নোয়াখালী জেলার শিক্ষার্থীবৃন্দ)

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সামনে

ঢাকা-পাবনা মহাসড়ক (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

ঢাকা – দিনাজপুর রোড (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

ঢাকা-আরিচা মহাসড়ক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক (বরিশাল বিশ্ববিদ্যালয়)

ঢাকা-বরিশাল ( বিএম কলেজ)

বুধবার দিনব্যাপী এসব এলাকা কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ফলে এসব জায়গায় তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে।

/এমএইচ

Exit mobile version