Site icon Jamuna Television

সিলেটের অভিষেকে বাংলাদেশের হার

সিলেট টেস্ট ১৫১ রানে হেরেছে বাংলাদেশ। ৩২১ রানের জয়ের লক্ষ্যে ১৬৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। যা গত ৪ টেস্টে, দু’শোর নীচে টানা অষ্টম ইনিংস। এই জয়ে ২ ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে গেলো জিম্বাবুয়ে।

বিনা উইকেটে ২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেন দুই ওপেনার লিটন আর ইমরুল। ৫৬ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন সিকান্দার রাজা। ২৩ রান করে লেগ বিফোরের ফাঁদে ফেরেন লিটন দাশ। এরপর, শুরু হয় যাওয়া-আসার খেলা। মুশফিক-মাহমুদুল্লাহ-মুমিনুল কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ১১৩ রানের মধ্যে ১০ উইকেট পড়ে যায় টাইগারদের। ইমরুল ৪৩ ও আরিফুল ৩৮ রান করেন। লেগস্পিনার ব্রেন্ডন মাভুতা ৪টি ও সিকান্দার রাজা ৩ উইকেট নেন। তাইজুলের ১১ উইকেট শিকারে, দুই ইনিংসে ২৮২ ও ১৮১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আর, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ১৪৩ রান। ম্যাচসেরা হয়েছেন শন উইলিয়ামস।

Exit mobile version