Site icon Jamuna Television

নাভালনির স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ রুশ আদালতের

নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। ছবি: বিবিসি।

রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্ত্রীকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। চরমপন্থার অভিযোগে তার বিরুদ্ধে এই নির্দেশ দেয় রাশিয়ান আদালত। বুধবার (১০ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইউলিয়া নাভালনায়া এখন রাশিয়ার বাইরে অবস্থান করছেন। রুশ আদালতে তার বিরুদ্ধে একটি চরমপন্থী সংগঠনে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদালত জানিয়েছেন, তদন্তকারীদের আবেদন আমলে নিয়ে ইউলিয়াকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত এক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ছিলেন নাভালনি। আর্কটিক সার্কেল জেলে বন্দি থাকা অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি মারা যান। রাশিয়ান কর্তৃপক্ষ বলেছিল, তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন। তবে তার স্ত্রী বলেছেন, নাভালনিকে ‘নির্যাতন, ক্ষুধার্ত রেখে হত্যা করেছেন’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

/এআই

Exit mobile version