Site icon Jamuna Television

আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের

আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১০ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার আগেই চাকরির ক্ষেত্র কোটামুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় সব পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পেনশন স্কিমের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। শিগগিরই এই সমস্যার সমাধান আসবে।

/এমএইচ

Exit mobile version