Site icon Jamuna Television

‘বাংলা ব্লকেডে’ অবরুদ্ধ ঢাকা, বিপাকে যাত্রীরা

শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেডে’ স্থবির হয়ে পড়েছে পুুরো ঢাকা। এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ফলে থেমে যায় যান চলাচল। ঘণ্টার পর ঘণ্টা পথে আটকে থেকে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের অবরোধে কার্যত স্থবির হয়ে পড়ে শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, আগারগাঁও, সাইন্সল্যাবসহ রাজধানীর গুরুত্বপূর্ন পয়েন্টগুলো। আটকা পড়ে চারপাশের শতশত গাড়ি।

এদিকে ভোগান্তি এড়াতে মেট্রোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। জরুরি কাজে বের হওয়া অনেক মানুষ যানজটে নাকাল হয়ে পায়ে হেটে রওয়ানা দেন গন্তব্যস্থলে।

এ সময়, দীর্ঘসময় ধরে যানজটে থেকে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগীরা আন্দোলনের পক্ষে-বিপক্ষে নানা মত দিলেও, সবার চাওয়া ছিল একটাই। দাবি তোলেন, দ্রুত এমন ভোগান্তির যৌক্তিক সমাধান হোক। যাতে রাজধানীর জনজীবন স্বাভাবিক থাকে।

/এমএইচ

Exit mobile version