Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজে হামলা হুতির

আবারও যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজে হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এক বক্তব্যে এমনটি দাবি করেন, ইরান সমর্থিত গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। খবর বার্তা সংস্থা এপির।

মঙ্গলবার (৯ জুলাই) আরব সাগরে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন পণ্যবাহী জাহাজ মায়েরস্ক সেন্টোসায় হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি। এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জাহাজটি। একইসঙ্গে, এডেন উপসাগরে আরও দুটি জাহাজে ড্রোন হামলার দাবি ইরান সমর্থনপুষ্ট গোষ্ঠীটির।

এদিকে, হুতিদের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

/এএম

Exit mobile version