Site icon Jamuna Television

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার দ্বারপ্রান্তে থমাস মুলার

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার অপেক্ষায় জার্মান ফুটবলার থমাস মুলার। তবে ২০২৫ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের সাথে তার চুক্তি থাকায় চালিয়ে যাবেন ক্লাব ফুটবল। জার্মানির বিখ্যাত ট্যাবলয়েড পত্রিকা বিল্ড-এর তথ্য অনুযায়ী ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তবে এখন পর্যন্তও আনুষ্ঠানিক ঘোষণা দেননি মুলার।

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মুলারের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দুইবারই ৫টি করে গোল করেন তিনি। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২০১৪ সালে জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়েও। ফিলিপ লামের নেতৃত্বাধীন সেই দলে মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন মুলার। ১৩১টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৪৫টি।

উল্লেখ্য, স্পেনের বিপক্ষে ইউরো কোয়ার্টার ফাইনাল শেষে অবসরের ঘোষণা দিয়েছিলেন আরেক জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। স্পেন ম্যাচ শেষেই জোর গুঞ্জন শুরু হয়েছিল মুলারের অবসর নিয়েও।

/এমএইচআর

Exit mobile version