Site icon Jamuna Television

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এই তিনজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ।

আজ বুধবার (১০ জুলাই) শহরে পৌরসভার প্রধান সড়কের কিরণ মোড়ে একত্রিত হয়ে অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন– ইউসুফ ওরফে কালা চোরা (৩৪), আবদুল মান্নান সোহাগ (৩০), উজ্জ্বল মিয়া (৩২)। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ৫টি কার্তুজসহ ১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ বলেন, বিভিন্ন সময়ে থানার আশপাশের বিভিন্ন জায়গায় ডাকাতির সংবাদ আসছিল আমাদের কাছে। এ ঘটনায় আমরা বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করি। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

/এএম

Exit mobile version