Site icon Jamuna Television

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেয়ায় হাইকোর্টের ২ কর্মচারী গ্রেফতার

বিচারপতির নাম ভাঙিয়ে ৯ লাখ টাকা ঘুষ নেয়ায় মো. রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪) নামে হাইকোর্টের দুই কর্মচারী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) তাদেরকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

বিচারপতি মো.আতোয়ার রহমানের নির্দেশক্রমে বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, বিকেল ৫টায় ২৭ ভবন ২৭ নম্বর আদালতের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্টার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) মামলার বিবাদীর থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ নেয়।

বিষয়টি বিচারপতির নজরে আসায় সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ পুলিশের সহায়তায় শাহবাগ থানা পুলিশের কাছে রাত সাড়ে ৯টায় হস্তান্তর করা হয়।

/এটিএম

Exit mobile version