Site icon Jamuna Television

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ

ফাইল ছবি

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে হিজবুল্লাহ। বুধবার (১০ জুলাই) এমন মন্তব্য করেছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসারাল্লাহ। খবর টাইমস অব ইসরায়েলের।

টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, গাজায় আগ্রাসন বন্ধে চুক্তি হলে লেবানন সীমান্ত থেকে হামলা বন্ধ করবেন তারাও। নাসারাল্লাহের দাবি, অঞ্চলটির প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে হামাস। আলাদাভাবে হিজবুল্লাহর সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলেও জানান তিনি।

হিজবুল্লাহ নেতা আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে কোনো আলোচনা, দর কষাকষি ছাড়াই তারাও অভিযান বন্ধ করে দেব। এর আগেও তারা এমনটা করেছে। তবে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে আরও বড় ধরনের হামলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ।

গাজায় তেল আবিবের চলমান বর্বর হামলার শুরু থেকেই উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত। সম্প্রতি রকেট হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

/এএম

Exit mobile version