Site icon Jamuna Television

নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রায়ের দিন পেছালো

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে আদালত অবমাননার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রায়ের দিন পিছিয়ে ১ আগস্ট ধার্য করেছেন হাইকোর্ট।

তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।

আদালতে নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

এর আগে, গত ৩ জুলাই নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল। গত মার্চ মাসে নুর ভবিষ্যতে আদালত অবমাননা হয় এমন কোনো বক্তব্য দেবেন না বলে হাইকোর্টের কাছে লিখিত অঙ্গীকার করেন। একইসঙ্গে ক্ষমা প্রার্থনা করেন ডাকসুর সাবেক এই ভিপি।

/এএম

Exit mobile version