Site icon Jamuna Television

ভূমধ্যসাগর থেকে নাটকীয়ভাবে ৮৭ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে নাটকীয়ভাবে অন্তত ৮৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুলাই) অলাভজনক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডার’ তাদের উদ্ধার করে। খবর বার্তা সংস্থা এপির।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃতরা সবাই লিবিয়ার নাগরিক। অভিবাসীদের উদ্ধারের একটি ফুটেজ সামাজিকমাধ্যম এক্স’এ প্রকাশ করে সংস্থাটি। অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুকিপূর্ণভাবে সমুদ্রের মাঝে ভেসে ছিল ছোট নৌকাটি। তবে তাদের উদ্ধারের সময় ঘটে বিপত্তি। উদ্ধারকর্মীরা কাছে এগোতেই পানিতে লাফ দিতে শুরু করেন তারা। বলতে থাকেন, ‘লিবিয়াতে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যু অধিক শ্রেয়।’

নাটকীয় উদ্ধার অভিযান শেষে সবাইকে বন্দরে নেয়া হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিগত ১০ বছরে ভূমধ্যসাগরে মৃত ও নিখোঁজ অবৈধ অভিবাসনপ্রার্থীদের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।

/এএম

Exit mobile version