Site icon Jamuna Television

কোটাবিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি

কোটাবিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একইসাথে দেশজুড়ে হওয়া গুম-খুন, ভারতের আধিপত্য এবং গণতন্ত্রবিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১১ জুলাই) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন রাকিব।

এ সময়, ছাত্রদলের ঢাকা কলেজের নিখোঁজ সহ-সভাপতি রাসেলকে সন্ধানের দাবি জানিয়ে সভাপতি বলেন, নিখোঁজ ঢাকা কলেজ ছাত্রদল সহ-সভাপতি রাসেলের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিলো না। নিখোঁজের পর থেকে লালবাগ থানায় যোগাযোগ করা হলেও কোনো সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেন তিনি।

সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, গত ১২ বছরে ছাত্রদলের ৮৯৫ জন নেতাকর্মী গুমের শিকার হয়েছে। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আতঙ্কিত বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version