Site icon Jamuna Television

আন্দোলনে সড়কে অবস্থান-বিশৃঙ্খলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে: ডিএমপি

জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি না পালনের অনুরোধ জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, আন্দোলনের মাধ্যমে সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক থেকে সরে আসার অনুরোধ করে ডিএমপি কমিশনার বলেন, সর্বোচ্চ আদালত আন্দোলনকারীদের পক্ষে আছে। হাইকোর্টের আদেশের পর এ আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। অবরোধ কর্মসূচি করে নগরে জনভোগান্তি তৈরি করবেন না।

এরপরেও আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘বাংলা ব্লকেদের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। আমরা ধৈর্যের সাথে তা মোকাবেলার চেষ্টা করে আসছি। আজও পুলিশ আন্দোলনকারীদের রাস্তায় না নামার অনুরোধ করবে। আশা করি এ অনুরোধ তারা মানবেন।

/এমএইচ

Exit mobile version