Site icon Jamuna Television

ফের রিজার্ভ নামলো ২১ বিলিয়ন ডলারের নিচে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২১ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর গতকাল বুধবার রিজার্ভ নেমেছে ২০ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে।

চলতি সপ্তাহে আকুর মে ও জুন মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৪২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এর আগে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পায় বাংলাদেশ। তাতে গত ৩০ জুন বিদেশি মুদ্রার রিজার্ভ উন্নীত হয়েছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে। এর ১০ দিনের মধ্যেই আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুসারে বর্তমানে রিজার্ভ আবারও ২০ বিলিয়নের ঘরে নেমেছে।

উল্লেখ্য, আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশসহ ৮ রাষ্ট্রের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানীতে আকুর সদর দফতর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

/এমএন

Exit mobile version