Site icon Jamuna Television

গাজীপুরে বাবার হাতে মেয়ে খুন

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে এক বাবা। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আক্তারের (২৬) বাড়ি ইউনিয়নের ধরপাড়া গ্রামে।  ঘটনার পর থেকেই অভিযুক্ত সারফুদ্দিন (৬০) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, নিহত স্মৃতি আক্তার অভিযুক্ত সাইফুদ্দিনের প্রথম স্ত্রীর মেয়ে। পারিবারিক দ্বন্দ্বের কারণে কয়েক বছর আগে স্মৃতির মা সালমা আক্তারকে তালাক দেন সাইফুদ্দিন। তবে সালমা আক্তারের বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে দেয়া পাঁচ লাখ টাকা এবং কাবিনের টাকা না পাওয়ায় পারিবারিক দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে। এ নিয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ করে সমাধানের চেষ্টা করেন।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে বাবা ও সৎ মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় স্মৃতি আক্তারের। এক পর্যায়ে সাইফুদ্দিন কাঁঠাল পাড়তে আনা দা দিয়ে গলা কেটে ও এলোপাতাড়ি কুপিয়ে স্মৃতিকে হত্যা করেন।

উল্লেখ্য, কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সারফুদ্দিন পলাতক। তবে তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

/এমএইচআর

Exit mobile version