Site icon Jamuna Television

লক্ষ্মী ভাই ঘরে ফিরে যাও, পুলিশের আহ্বান

ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় তারা। এ সময় কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিতে থাকে তারা। শিক্ষার্থীদের জনস্রোতে সাময়িকভাবে পিছু হটে পুলিশ।

শাহবাগ মোড়ে পুলিশের একটি এপিসি কার ও জলকামান ছিল। একপর্যায়ে পুলিশের একটি গাড়ির ওপরে উঠেও বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। অবস্থা বেগতিক দেখে পুলিশ শেষ পর্যন্ত মাইক হাতে নিয়ে তাদের উদ্দেশ্যে নানা বার্তা দিতে থাকে। এক পুলিশ সদস্য আন্দোলনকারীদের ফিরে যাবার আহ্বান জানান। তিনি মাইকে বলেন, ‘লক্ষ্মী ভাই, আল্লাহর ওয়াস্তে ঘরে ফিরে যাও’।

তবে পুলিশের এই বার্তায় কর্ণপাত না করেই আন্দোলন চালিয়ে যায় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা। তারা পূর্বের ন্যায় সেখানেই অবস্থান করে। তাদের মুখে শোনা যায়, ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক গো ব্যাক’ স্লোগান।

উল্লেখ্য, এই আন্দোলনকে ঘিরে আজ আগে থেকেই সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেল থেকে শাহবাগে ব্যারিকেড দিয়ে রেখেছিলেন তারা।

/এমএইচআর

Exit mobile version