Site icon Jamuna Television

উত্তরা বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ জনের কারাদণ্ড

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিআরটিএ’র ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্রাহকদের সাথে প্রতারণার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। বুধবার (১০ জুলাই) বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এ পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শান্ত গাজী (২০), আলমগীর হোসেন( ৫০), জহির (৪৮) ও রতন আলী (১৯)। এ সময় প্রত্যেকেই তাদের দোষ স্বীকার করেন। পরে এদের মধ্যে একজনকে তিন মাসের বিনাশ্রম ও অপর তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র অফিসে আসা গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version