Site icon Jamuna Television

আম্বানির ছেলের বিয়ে উপলক্ষে মুম্বাইয়ের বহু প্রতিষ্ঠানে হোম অফিস ঘোষণা

আম্বানির ছেলের বিয়ে উপলক্ষে মুম্বাইয়ের বিকেসির বহু প্রতিষ্ঠানে হোম অফিস ঘোষণা করা হয়েছে। বিকেসি মূলত শহরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক হাব। এখানে রয়েছে বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

আগামীকাল শুক্রবার (১২ জুলাই) বান্দ্রার বিকেসির জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। ফলে রাস্তায় তৈরি হতে পারে মারাত্মক যানজট, এমন ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আম্বানি পুত্রের বিয়েতে দাওয়াত পেয়েছেন বিশ্বের বহু নামি দামি সব ব্যক্তিরা। এতে বিকেসি এলাকায় বিলাসবহুল হোটেলের চাহিদা এখন তুঙ্গে। হোটেলগুলো প্রতি রাতের জন্য ১ লাখ রুপি পর্যন্ত হাঁকাচ্ছেন।

জানা গেছে, আম্বানি পুত্রের বিয়ের আনুষ্ঠিকতায় মুম্বাইয়ের ব্যস্ততম এলাকাগুলোতেও ট্রাফিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে সেখানকার বাসিন্দাদের ভেতর দেখা দিয়েছে হতাশা।

/এটিএম

Exit mobile version