Site icon Jamuna Television

কুষ্টিয়ায় সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফারদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

‘স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে, সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফারদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৯ জুলাই) কুষ্টিয়ায় সিরাজুল হক মুসলিম হাইস্কুল মাঠে সিনেমাটোগ্রাফার ও ফটোগ্রাফারদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় সিনেমাটোগ্রাফার দল।

খেলার ১০ মিনিটেই ফটোগ্রাফারদের পক্ষে গোল করে দলকে এগিয়ে নেন সুজন। তবে পিছিয়ে থেকেও এরপরই ঘুরে দাঁড়ায় সিনেমাটোগ্রাফার। ম্যাচের ১৮ মিনিটে নাহিদের গোলে সমতায় ফেরে তারা।

ম্যাচের প্রথমার্ধের পর আরও দুই গোল দেয় সিনেমাটোগ্রাফার দল। ম্যাচ শেষে ছিল প্রীতিভোজ। দুদলের একসঙ্গে খাবারের মধ্যদিয়ে দিয়ে শেষ হয় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

/এনকে

Exit mobile version