Site icon Jamuna Television

ইসরায়েলি ভূখণ্ডে আবারও রকেট হামলা হিজবুল্লাহর

ফাইল ছবি: এএফপি

ইসরায়েলি ভূখণ্ডে আবারও একগুচ্ছ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বৃহস্পতিবার (১১ জুলাই) হিজবুল্লাহর হামলায় দেশটির উত্তরাঞ্চলের অন্তত একজন নাগরিক গুরুতর আহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবর।

ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায়, পশ্চিম গ্যালিলির কিবুৎজ কাবরি এলাকায় চালানো হয় এই হামলা। এর মধ্যে কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেশ কয়েকটি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। কয়েকটি বাড়ি ও গাড়িতে বিধ্বস্ত হয় হিজবুল্লাহর ছোড়া রকেট।

এর আগে, লেবাননেও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত।

/এএম

Exit mobile version