Site icon Jamuna Television

বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের সিইওকে গুপ্তহত্যার চেষ্টায় ব্যর্থ রাশিয়া

জার্মানির বিখ্যাত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের (রেইনমেটাল) সিইওকে গুপ্তহত্যার চেষ্টা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১১ জুলাই) মার্কিন ও পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এমন দাবি করে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথমদিকে রেইনমেটালের সিইও আরমিন পেপারগারকে গুপ্তহত্যার চেষ্টা চালায় মস্কো। তবে, আগেই জার্মানিকে সতর্ক করায় এটি রুখতে সফল হয় দেশটির নিরাপত্তা বাহিনী।

জানা গেছে, ইউক্রেনের জন্য গোলাবারুদ ও সামরিক যান তৈরি করে রেইনমেটাল। বিশ্বের অন্যতম শীর্ষ এ আর্টিলারি ও ট্যাংক শেল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এর আগে ইউক্রেনে ফ্যাক্টরি তৈরির ঘোষণাও দিয়েছিল।

/এমএইচ

Exit mobile version