Site icon Jamuna Television

শিরোপা ধরে রাখার মিশনে কঠোর অনুশীলনে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার জন্য ফ্লোরিডার মায়ামির গ্রাউন্ডে আর্জেন্টিনা দলকে দেখা গিয়েছিল আসর শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে। এবার মিয়ামি গার্ডেন স্টেডিয়ামে শিরোপা লড়াই! আর তাইতো অনুশীলনে দারুণ তৎপর আলবিসেলেস্তেরা।

অনুশীলন মাঠে সবচেয়ে বেশি মনোযোগী স্বয়ং লিওনেল মেসি। সবার মধ্যমনি যেন তিনি। গ্রুপপর্বের শেষ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি। কোয়ার্টার ও সেমিফাইনালে ইকুয়েডর ও কানাডা ম্যাচে খেলেছেন বটে, তবে সেরা ছন্দ এখনও দেখা যায়নি! সোমবার (১৫ জুলাই) ভোরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি।

শুধু কি মেসি? কলম্বিয়ার ২৮ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে পুরো দলকেই খেলতে হবে সেরা খেলাটা। আর তাইতো বিশ্বচ্যাম্পিয়নদের অনুশীলনে বল পাসিং, লেগ কন্ডিশনিং এবং গোলকিপিং ড্রিল- সবই দেখা গেলো।

কলম্বিয়া তাদের ঐতিহাসিক অপারেজয় ২৮ ম্যাচের মধ্যে হারিয়েছে জার্মানি-ব্রাজিল-স্পেন-উরুগুয়েকে। আর তাইতো লিওনেল স্কালোনির বিশ্বচ্যাম্পিয়ন দলটির সামনে বিশাল এক চ্যালেঞ্জ।

কোপায় আর্জেন্টিনার শিরোপা সংখ্যা উরুগুয়ের সমান ১৫টি, এককভাবে শীর্ষে যেতে তাই ফাইনাল জয়ের বিকল্প নেই মেসির দলের সামনে।

/আরআইএম

Exit mobile version