Site icon Jamuna Television

কেবল কোটা নয়, ভোট ও গণতন্ত্রের জন্য লড়তে হবে: আমীর খসরু

শিক্ষার্থীদের কেবল কোটার জন্য নয়, ভোট ও গণতন্ত্রের জন্যও লড়াই করার আহ্বানও জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে পূর্ণতা আনতে হবে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় তিনি কোটা প্রসঙ্গে এসব কথা বলেন। তিনি বলেন, আর্থিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ আগেই ডুবেছে; এখন বন্যার পানিতে ডোবার অপেক্ষা।

ক্ষমতাসীনরা বাংলাদেশকে মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায় না বলেও মন্তব্য করেন আমীর খসরু। এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ছাত্র-শিক্ষকদের লড়াই আরও জোরদার হবে। তার অভিযোগ, ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র আন্দোলনকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার।

/এটিএম

Exit mobile version