Site icon Jamuna Television

ভাষণ দিতে গিয়ে দুয়োধ্বনির মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী

নিজ দেশে দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১১ জুলাই) দক্ষিণ ইসরায়েলের সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ভাষণে নেতানিয়াহু বলছিলেন– হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এবং জিম্মিদের ঘরে না ফেরানো পর্যন্ত আক্রমণ চালাবে ইসরায়েল। এ সময় ক্ষেপে যায় উপস্থিত জনতা, তোপের মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী। ‘ভুয়া, ভুয়া’ বলে দুয়োধ্বনি দিতে থাকেন তারা।

এর আগেও গাজায় যুদ্ধবিরতির পক্ষে বেশ কয়েকবার বড় বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেলআবিবে। ইসরায়েলে নতুন নির্বাচন এবং গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেন তারা।

/এমএইচ

Exit mobile version