Site icon Jamuna Television

কোপা আমেরিকার ফাইনালের টিকেটের সর্বোচ্চ দাম ৭৮ লাখ

‘কোপা আমেরিকা-২০২৪’ আসরের ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও কলম্বিয়া। সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি। সেই খেলা সরাসরি যুক্তরাষ্ট্রের ‘হার্ড রক’ স্টেডিয়াম থেকে উপভোগ করতে দর্শকদের গুণতে হবে ৬৭ হাজার মার্কিন ডলার। শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কোপা আমেরিকার ফাইনালের টিকেট বিভিন্ন অ্যাজেন্সি প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ৪ হাজার ২৪ ডলার করে বিক্রি করছে। তবে টিকেটের সর্বোচ্চ দাম উঠেছে ৬৬ হাজার ৭৬৫ ডলার, যার বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় ৭৮ লাখ।

অন্যদিকে, একই দিনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালে টিকেটের সর্বনিম্ন মূল্য মাত্র ৯৫ ইউরো (প্রায় ১০৩ ডলার) আর সর্বোচ্চ মূল্য ২ হাজার ইউরো (২ হাজার ১৭৭ ডলার)।

/এআই

Exit mobile version