Site icon Jamuna Television

গাজা উপত্যকার যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত: বাইডেন

ফাইল ছবি

গাজা উপত্যকার যুদ্ধ এখন অবশ্যই বন্ধ হওয়া উচিত— এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রশাসন কাজ করছে এমনটিও জানিয়েছেন বাইডেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) এ মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তার লিখিত পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েল ও হামাস। এখন চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চলছে তৎপরতা। ইসরায়েলকে সমর্থন করলেও; যুদ্ধকালীন মন্ত্রিসভার সমালোচনা করেছেন তিনি।

জো বাইডেন বলেন, কয়েক মাস ধরেই জিম্মিদের বাড়ি ফেরাতে আর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছয় সপ্তাহ আগেযে লিখিত পরিকল্পনা দিয়েছিলাম সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জি-সেভেনেও অনুমোদিত হয়। চুক্তি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। এই যুদ্ধ এখন অবশ্যই বন্ধ হওয়া উচিত।

/এনকে

Exit mobile version