Site icon Jamuna Television

কোভিডে এখনও সারা বিশ্বে সপ্তাহে ১৭০০ মানুষ মারা যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

‘কোভিড-১৯’ মহামারিতে আক্রান্ত হয়ে এখনও বিশ্বজুড়ে সপ্তাহে প্রায় ১৭শ’ মানুষ মারা যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবেদনে ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লা মণ্ড এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অবিলম্বে মানুষকে এই রোগের টিকা নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস ভ্যাকসিন দেয়ার প্রবণতা কমার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘স্বাস্থ্যকর্মী ও ৬০ বছরের উর্ধে বেশিরভাগ মানুষের মধ্যে ভ্যাকসিন দেয়া হ্রাস পেয়েছে। বর্তমানে এই  দুটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানুষদের শেষ ডোজ নেয়ার ১২ মাসের মধ্যে অবশ্যই একটি কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কোভিড-১৯-এ  ৭ মিলিয়নেরও বেশি মানুষের  মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। যদিও মহামারীতে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়।

/এআই

Exit mobile version