Site icon Jamuna Television

কোটা আন্দোলনে হামলা: জাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

স্টাফ করেসপনডেন্ট, সাভার:

কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ব্লকেড কর্মসূচি’তে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি মশাল মিছিল বের করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে দায়ীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

/এনকে

Exit mobile version