Site icon Jamuna Television

ভাষানটেকে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু 

ফাইল ছবি

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর ভাষানটেক এলাকার একটি বাসায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর নূর (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ১০৫ নং উত্তর ভাষানটেকের বাসায় এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নূর সুনামগঞ্জের জামালপুর থানার ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানে ভাষানটেক এলাকায় ভাড়া থাকতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কৃষ্ণ মন্ডল। তিনি জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিকেলের দিকে বাসায় বৃষ্টির পানি জলাবদ্ধ হয়ে জমে থাকলে একটি বিদ্যুতের তার সেখানে পড়ে থাকে। এ সময় সেখান দিয়েই রাজমিস্ত্রি আব্দুর নূর যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।পরে দ্রুত তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর নূরকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version