Site icon Jamuna Television

বেনফিকাতে আরও এক মৌসুম থাকবেন ডি মারিয়া

পর্তুগিজ ক্লাব বেনফিকাতে আরও এক মৌসুম থাকবেন আর্জেন্টিইন সুপারস্টার ডি মারিয়া। গতকাল ক্লাবটির সাথে নতুন এই চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে এই তথ্য জানান।

পোস্টে রোমানো লিখেছেন, ‘উভয় পক্ষের সম্মতিতে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। আগামী ২০২৫ সাল পর্যন্ত ডি মারিয়া বেনফিকাতে খেলবেন।’

চলতি ‘কোপা আমেরিকা-২০২৪’ আসরের ফাইনালে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘হার্ড রক’ স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কলাম্বিয়া। আর এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে ইতি জানাবেন ‘দ্য ফাইনাল ম্যান’ খ্যাত ডি মারিয়া।

শেষের সময়টা হয়তো উপভোগ করছেন ডি মারিয়া নিজেও। তাইতো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের কয়েকটি ছবি আপলোড করে লিখেছেন, ‘আমরা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন আরও কাছে আসছে এবং আমাদের প্রতিটি মিনিট উপভোগ করতে হবে।’

/এআই

Exit mobile version