Site icon Jamuna Television

কবে থেকে বৃষ্টিপাত বাড়বে জানালো আবহাওয়া অফিস

বেশ কয়েকদিন ধরেই সারাদেশে চলছে বৃষ্টিপাত। এতে বিপাকে পড়েছেন সর্বসাধারণ। তবে আজ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে গিয়ে আগামী শুক্রবার থেকে আবারও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বলা হয়,  শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, এখন মৌসুমী বায়ু মোটামুটিভাবে সক্রিয়। এর প্রভাবে সারাদেশে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির প্রবণতা কেটে গেলে আবার বাড়বে গরমের তীব্রতা। সেসময় সারাদেশে ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা অনুভূত হবে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

/এটিএম

Exit mobile version