Site icon Jamuna Television

আজ ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে ১২ ঘণ্টা

আজ শনিবার (১৩ জুলাই) ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা মিলবে ধীরগতিতে।

মূলত, সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ চলবে।

গতকাল শুক্রবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বিষয়টি নিশ্চিত করে।

বিএসসিসিএল এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ১৩ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।

তবে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এমএন

Exit mobile version