Site icon Jamuna Television

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে যমুনা টিভির শ্রদ্ধা

চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যমুনা টেলিভিশন পরিবার।

শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যমুনা টেলিভিশনের কর্তা-ব্যাক্তিরা। এ সময় টেলিভিশনের প্রধান নিবার্হী কর্মকর্তা ফাহিম আহমেদ, প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রধান যুগ্ম বার্তা সম্পাদক মিজানুল ইসলাম, মার্কেটিং ও সেলস বিভাগের জিএম ইউসুফ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় যমুনা গ্রুপের আরেক প্রতিষ্ঠান দৈনিক যুগান্তরের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তাদের পক্ষ থেকে ছিলেন যুগান্তর সম্পাদক সাইফুল আলম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন সরকারসহ অন্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে যমুনা টেলিভিশন কার্যালয়ে কোরআন খতম করা হয়। বাদ জোহর আয়োজন করা হয় দোয়া মাহফিল। সেখানে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।

পরে টিভি কার্যালয়ের ভেতরে যমুনার প্রয়াত চেয়ারম্যানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রতিষ্ঠানটির সিইওসহ অন্য সাংবাদিকরা।

/এমএইচ

Exit mobile version