Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় মাশরাফী-সাকিবের অনুশীলন

দক্ষিণ আফ্রিকা পৌঁছে প্রথমবারের মত অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল-হাসান, নাসির হোসেন ও সাইফউদ্দিন।

ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে ঐচ্ছিক  অনুশীলনে মেহেদী হাসান মিরাজের সাথে যোগ দেন- এই চার ক্রিকেটার। টেস্টে ৬৭ ওভার বল করে উইকেট না পাওয়া মেহেদী হাসান মিরাজ নেটে টানা বোলিং করেন। দলে যোগ দেয়া চার ক্রিকেটারের তিনজনই অভিজ্ঞ, আর তাই সাফল্যের সন্ধানে টিম ম্যানেজমেন্ট। সবশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ দেশের মাটিতে ২-১ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version