Site icon Jamuna Television

খাগড়াছড়িতে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি করেসপনডেন্ট:

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের প্রায় তিনঘণ্টা পর জিসান (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার(১৩ জুলাই) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বেলা ১২টার দিকে জেলা শহরের শান্তিনগর সংলগ্ন চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় জিসান। সে গঞ্জপাড়া এলাকার মো. মিজানের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার জিসানসহ আরও কয়েকজন মিলে চেঙ্গী নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে জিসান নদীর পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজিঁ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিকেল ৩টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/আরএইচ

Exit mobile version