Site icon Jamuna Television

দেশে কেউ অতিদরিদ্র থাকবে না: প্রধানমন্ত্রী

সরকার দেশের দারিদ্রের হার কমিয়ে এনেছে। অতিদরিদ্র বলে দেশে কোনো মানুষ থাকবে না এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩ জুলাই) শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলে তিনি।

সরকারপ্রধান বলেন, আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরিতে কাজ করছে সরকার। খেলাধুলাকে এগিয়ে নিতে দেশজুড়ে জেলা-উপজেলা পর্যায়ের মাঠ তৈরি করা হচ্ছে। এ সময় খেলাধুলায় সংশ্লিষ্ট সকলকে আরও মনোযোগী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। প্রতিটি ক্ষেত্রে এই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় টুর্নামেন্টটিতে ৩১টি দল অংশ নেয়। ফাইনালে উঠে ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক। ফাইনালে স্ট্যান্ডার্ড ব্যাংকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন শেখ হাসিনা।

/আরএইচ

Exit mobile version