Site icon Jamuna Television

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। শনিবার (১৩ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫২ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। জবাবে ২৮ বল হাতে রেখেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শুভমান গিলের দল।

প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে স্বাগতিক জিম্বাবুয়ে। দলের দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ও তাদিওয়ানাশি মারুমানি গড়েন ৬৩ রানের জুটি। মারুমানিকে ৩২ রানে আউট করে সেই জুটি ভাঙেন স্পিন বোলিং অলরাউন্ডার অভিষেক শর্মা। মাঝে ৯ থেকে ১৫ এই ৭ ওভারে রান আসে মাত্র ৪০। উইকেট হারায় ৪ টি। শেষ পর্যন্ত সিকান্দার রাজার ৪৬ রানের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় জিম্বাবুয়ে। ভারতের বা হাতি পেসার খলিল আহমেদ তুলে নেন ২টি উইকেট।

জবাবে, ব্যাট করতে নেমে ২৮ বল হাতে রেখেই বড় ব্যবধানে জিতে যায় মেন ইন ব্লু শিবির। ওপেনার যশস্বী জয়সোয়াল খেলেন অপরাজিত ৯৩ রানের ইনিংস। তার সঙ্গে ৫৮ রানে অপরাজিত ছিলেন শুভমান গিল। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বার ১০ উইকেটে জিতলো ভারত। এর আগেও ২০১৬ সালে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত।

/এমএইচআর

Exit mobile version