Site icon Jamuna Television

ট্রাম্পের ওপর হামলার নিন্দা, ফোনেও কথা বলেছেন বাইডেন

নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডন্ট জো বাইডেন। এছাড়া ঘটনার পর ট্রাম্পের সাথে ফোনালাপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে সামাজিক মাধ্যম এক্স-এ নিজের প্রতিক্রিয়া জানান বাইডেন। বলেন, যা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। এ ধরনের সন্ত্রাসবাদের যুক্তরাষ্ট্রে কোনো ঠাঁই নেই। ট্রাম্প এবং তার পরিবারের জন্য প্রার্থণা করছি।

এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে জানিয়ে বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই এ ধরনের কার্যকলাপকে এড়িয়ে যাওয়া যাবে না। সবাইকে এক হয়ে এ ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার করার আহ্বানও জানান তিনি।

ট্রাম্প এখন সুস্থ আছেন জানিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এমএইচ

Exit mobile version