Site icon Jamuna Television

হাসপাতাল ছেড়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার সময় গুলিবিদ্ধ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টার চিকিৎসা নেয়ার পর হাসপাতাল ছেড়েছেন। শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশটির সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দ্রুততার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন ট্রাম্প।

সামাজিক মাধ্যমে এক্স-এ এক পোস্টের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এ সময় সমাবেশে যোগ দিতে এসে নিহত হওয়া সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যুক্তরাষ্ট্রে এ ধরণের ঘটনা বিস্ময়কর বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচ

Exit mobile version