Site icon Jamuna Television

কোটা নিয়ে সংসদে বিল আনা হলে ভূমিকা রাখবে জাতীয় পার্টি: চুন্নু

ফাইল ছবি

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, কোটা বাতিল আন্দোলন যৌক্তিক। কোটা না থাকার বিষয় এবং আন্দোলনে জাপার সমর্থন রয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।

চুন্নু বলেন, কোটা যেভাবে আছে তা চলতে পারে না, সংসদে বিল তোলা হলে জাতীয় পার্টি ভূমিকা রাখবে। সরকারের উচিৎ আন্দোলনকারীদের দাবি মেনে নেয়া। এসময়  সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ব্যর্থতায় দেশে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে দুর্নীতি। তার দল দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

গত ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

উল্লেখ্য, ৪ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন।

/এমএইচআর

Exit mobile version