Site icon Jamuna Television

পা ছুঁয়ে মোদির আশীর্বাদ নিলেন অনন্ত-রাধিকা

মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়েতে কে ছিলেন না? হলিউড-বলিউড তারকা, ফিফা প্রেসিডেন্ট, সাবেক যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বনামধন্য ক্রিকেটার-সবাই। এরমাঝে অন্যতম আকর্ষণ ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১৩ জুলাই) নতুন কাপলের আশীর্বাদ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও দেখা যায়, নরেন্দ্র মোদি অনন্ত আম্বানির সঙ্গে হাত মেলাচ্ছেন। এক পর্যায়ে অনন্ত মোদির পা ছুঁয়ে প্রণাম করেন। মোদিও তার আশীর্বাদের হাত বুলিয়ে দেন মাথায়। কনে রাধিকা মার্চেন্টও পা ছুঁঁয়ে প্রণাম করেন। তার মাথাতেও হাত বুলিয়ে শুভকামনা জানান মোদি। এসময় একটি উপহারও দিতে দেখা যায় মোদিকে।

নরেন্দ্র মোদি ছিলেন অনন্ত-রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানে

এরপর পাশে থাকা নিতা আম্বানি আর মুকেশ আম্বানির দিকে হেঁটে যান মোদি। তাদেরকেও প্রণাম করেন। এরপর মূল স্টেজের বাইরে থাকা কয়েকজনকে গিয়েও প্রণাম করেন মোদি।

সব আনুষ্ঠানিকতা শেষে আয়োজনস্থল ছেড়ে যান ভারতের প্রধানমন্ত্রী।

/এমএমএইচ

Exit mobile version