Site icon Jamuna Television

কোটা আন্দোলন: ৮ কিলোমিটারের গণপদযাত্রা রাবি শিক্ষার্থীদের

সরকারি চাকরির সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে সারা দেশের সাথে একাত্মতা পোষণ করে ৮ কিলোমিটার শান্তিপূর্ণ গণপদযাত্রা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে গণপদযাত্রা বের করেন শিক্ষার্থীরা।

এসময় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান রাবি শিক্ষার্থীরা। এই পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে, তালাইমারি, সাহেব বাজার, সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যাবে। সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পৌঁছাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দীর্ঘ এ গণপদযাত্রায় রাবি শিক্ষার্থীদের সাথে রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়।

/এমএইচআর

Exit mobile version