Site icon Jamuna Television

স্বাধীনতার পক্ষে অনড় পিজমন্ট

জনগণের রায়কে স্বাগত জানালেও, কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা স্থগিত করেছেন রাজ্য কার্লেস পিজমন্ট। স্বাধীনতার ব্যাপারে কেন্দ্রের সাথে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন তিনি। মঙ্গলবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি।

পিজমন্ট বলেন ,স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকেই রাষ্ট্র গঠনে গণভোটে স্বতস্ফুর্তভাবে অংশ নিয়েছেন কাতালানরা। গণভোটে স্বাধীন কাতালুনিয়ার পক্ষেই রায় দিয়েছেন অধিকাংশ জনগণ। সেই রায়কে অগ্রাহ্য করার কোন সুযোগ নেই।

তবে স্পেন থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র গঠনে কেন্দ্রের আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। তাই সংকট সমাধান না হওয়া পর্যন্ত স্বাধীনতা বিষয়ক সব ধরণের কার্যক্রম বন্ধ রাখারও ঘোষণা দিয়েছেন কার্লেস পিজমন্ট। এর ফলে কাতালুনিয়ার পৃথক রাষ্ট্র গঠনের প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেলো বলে ধারণা করা হচ্ছে।

যমুনা অনলাইন: আরএএম

Exit mobile version