Site icon Jamuna Television

না বুঝেই আন্দোলন করছে শিক্ষার্থীরা: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা নিয়া শিক্ষার্থীরা না বুঝেই আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, সবকিছুই বিচার বিভাগের হাতে। রোববার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটার বিষয়টি আদালতে বিচারাধীন থাকার পরও আন্দোলন অযৌক্তিক। কোটা বিরোধী আন্দোলনে স্বার্থান্বেশী মহল উস্কানি দিচ্ছে। এ সময় তাদেরকে ভুল পথে নেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা নিয়ে মন্ত্রী বলেন, মামলা বিষয়ে তদন্তের আগে কিছু বলা যাবে না। তদন্তের পর মামলার মেরিট দেখে বিবেচনা করা হবে। সত্যতা না পাওয়া গেলে মামলা খারিজ হয়ে যাবে বলেও জানান তিনি।

এ সময় মাদক চোরাচালান ঠেকাতে মিয়ানমারের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version