Site icon Jamuna Television

রাজবাড়ীতে ইজিবাইকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় ইজিবাইকের ধাক্কায় মিজানুর রহমান (৫৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিজানুর ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কাপুরিয়া সদরদী গ্রামের বা‌সিন্দা। তিনি রাজবাড়ী সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে মিজানুর রহমান ডিউটিতে ছিলেন। রাত ১টার দিকে বাগমারা এলাকায় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ওপর পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, এরপর তাৎক্ষণিকভাবে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা করেন চি‌কিৎসক। আজ রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/আরএইচ

Exit mobile version