Site icon Jamuna Television

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার বয়স ৬০ বছর।

রোববার (১৪ জুলাই) বিকেলে রাজশাহী নগরীর বুধপাড়া ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার।

তিনি বলেন, বিকেল ৪টার দিকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি রাজশাহীর বুধপাড়া ফ্লাইওভারে পৌঁছালে ওই বৃদ্ধ সেখানে চলাচল করলে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত সকল প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version