Site icon Jamuna Television

জামালপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে ৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, জামালপুর:

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নে বন্যার পানিতে গোসল করতে নেমে একই বাড়ির ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সবুজের মেয়ে সাদিয়া আক্তার (৬),  দেলোয়ার হোসেন এর মেয়ে দিশা আক্তার (১২), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার (৯) এবং বাবুলের স্ত্রী রেকশানারা বেগম (৩০)।

জানা গেছে, বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নেমে প্রথমে ডুবে যায় সাদিয়া ও খাদিজা। পরে তাদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মারা যান দিশা ও গৃহবধূ রোকশানা। এদিকে, একসাথে ৪ জনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো এলাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ। তিনি জানান, মরদেহের সুরতহাল করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

/এএস

Exit mobile version