Site icon Jamuna Television

চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

ফাইল ছবি

যৌথ নৌ মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং-এ দুই দেশের নৌ বাহিনীর অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়। জানিয়েছে চীনের গণমাধ্যম শিনহুয়া।

রোববার (১৪ জুলাই) প্রদেশটির ঝাংজিয়াং শহরের সামরিক বন্দরে যৌথভাবে এ মহরা শুরু হয়। এতে নৌপথে দক্ষতা প্রদর্শন করে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা। শত্রুদের হামলা মোকাবেলায় দক্ষতা, নজরদারি, সতর্কবার্তা পাঠানোতে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন তারা।

সমুদ্রে কীভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে, তা দেখান নৌ সেনারা। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনাও করেন দুই দেশের নৌ কর্মকর্তারা।

/এএম

Exit mobile version