Site icon Jamuna Television

ইউরো: টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা তরুণ খেলোয়াড় ইয়ামাল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংলিশদের হারিয়ে এক যুগ পর শিরোপা জিতলো স্পেন। আসরের সেরা খেলোয়াড় হয়েছেন রদ্রিগো হার্নান্দেজ। অপরদিকে আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার উঠেছে লামিন ইয়ামালের হাতে।

পুরো আসর জুড়ে দলের হয়ে মাঠে বেশ ইতিবাচক ভূমিকা রেখেছেন রদ্রি। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে একটি গোলও করেন এই ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার।

অপরদিকে তরুণ ইয়ামাল পুরো আসরেই ছিলেন উজ্বল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করা ছাড়াও ২০২৪ ইউরোতে সর্বোচ্চ ৪টি অ্যাসিস্ট করেন এই বার্সেলোনা উইঙ্গার।

উল্লেখ্য, নতুন নিয়ম অনুযায়ী এবার গোল্ডেন বুট দেয়া হয়নি একজন খেলোয়াড়কে। বলা হয়েছিল একাধিক খেলোয়াড় সমান সংখ্যক সর্বোচ্চ গোলের মালিক হলে সবাই পাবেন গোল্ডেন বুট। ইউরোর ইতিহাসে এবার ৬ জন পেয়েছেন এই পুরস্কার। সবাই করেছেন ৩টি করে গোল।

/এমএইচআর

Exit mobile version